মোবাইল ব্যাকিং
#Dutch Bangla Bank Scholarship 2023 #মোবাইল ব্যাকিং #মোবাইল ব্যাকিং #মোবাইল ব্যাকিং
#Dutch Bangla Bank Scholarship 2023 #Dutch Bangla Bank Scholarship 2023
শিক্ষাবৃত্তি আবেদন লিংক নিচে👇👇👇👇👇
প্রতিবছরের মত এবারও ডাচ বাংলা ব্যাংক ২০২৩ সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থীরদেরকে “ডাচ-বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি” প্রদান করবে।
ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সাল থেকে অসহায় গরিব এবং দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি দিয়ে আসছে।
যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের
সাথে ভালো ফল অর্জন করে থাকেন এবং এর সাথে যদি আপনার পরিবারের আয় একদম নিম্নবিত্ত থাকে এবং
আপনার পরিবার যদি আপনার পড়াশোনার খরচ বহন করতে না পারে তাহলে আপনি এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারেন।
ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তির জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোন প্রকার আবেদন গ্রহণ করা হয় না ।
২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত
যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা:
শিক্ষার স্তর | ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য |
এস.এস.সি./সমমান | সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানঃ- ৫.০০ GPA |
এস.এস.সি./সমমান | জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান:- ৫.০০ GPA |
এস.এস.সি./সমমান | গ্রামীণ/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান :- ৪.৮৩ GPA |
শিক্ষার স্তর | সময়কাল | মাসিক বৃত্তি (টাকা) | বার্ষিক অনুদান (টাকা) |
এইচ.এস.সি. | ২ বছর | ২৫০০ টাকা | পাঠ্য উপকরণের জন্য:- ২৫০০/- |
– | – | – | পোশাক পরিচ্ছদের জন্য:- ১০০০/- |
বৃত্তির অন্যান্য নীতিমালা:
➡যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
➡গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
➡২০২৩ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
- আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
- এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি
আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ:#মোবাইল ব্যাকিং
➡আবেদন শুরুর তারিখ: ৩০ জুলাই ২০২৩ আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট 2020
➡ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩
➡প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/ মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ৩১ আগস্ট ২০২৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩
➡চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে ।
➡সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার জন্য উক্ত লিংকে প্রবেশ করলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে
[the_ad id=”504″]
এখান থেকে আপনারা এপ্লাই বাটনে ক্লিক করবেন ।
এরপর আপনাদের সামনে আবেদন ফরম চলে আসবে আবেদন ফরমটি সর্বমোট পাঁচটি স্টেপে আপনাকে পূরণ করতে হবে ।
[the_ad id=”506″]
- ১ম স্টেপ (Personal Info): এই স্টেপে সঠিকভাবে আপনার সকল ইনফরমেশন গুলো দিতে হবে আপনার পার্সোনাল তথ্য।
- ২য় স্টেপ (Educational Info): এই স্টেপে আপনার শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন দিতে হবে ।
- ৩য় স্টেপ (Family Info): এই স্টেপে আপনার পরিবারের সদস্য সংখ্যা এবং পরিবারের ইনকাম করে সেই ব্যক্তির ইনফরমেশন পারিবারিক আয় এই সকল ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে।
- ৪র্থ স্টেপ (Scholarship Info): আপনি যদি সরকারি বেসরকারি কোন বৃত্তি পেয়ে থাকেন তাহলে তার ইনফরমেশন গুলো সঠিকভাবে এই স্টেপে আপনাকে প্রদান করতে হবে।
- ৫ম স্টেপ (Photo Upload):- এই স্টেপে আপনাকে আপনার এবং আপনার বাবা-মায়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে সেই সাথে আপনার মার্কশিট এর স্ক্যান কপি আপলোড করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রশংসাপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে ।
এরপর ফ্রমটি চূড়ান্তভাবে সাবমিট করে দিবেন। মনে রাখবেন ফ্রম এ কোন প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না তার কারণ এগুলো ভেরিফাই হবে তারপর আপনাকে এই বৃত্তি প্রদান করা হবে।
Stay With Android Lecture BD
গ্রামীন অঞ্চলের শিক্ষার্থীর যদি
৪.৮৩ থেকে একটু কম হয় তাহলে কি দেয়া যাবে
না
আমি এসএসসি পরীক্ষায় দিয়েছি ২০১৯ সালে গরীব টাকা কারনে কলেজ ভতি হতে পারি নাই, আমার পড়াই ইচ্ছে আছে কিন্তু টাকা নেই, আমার পয়েন্ট হলো 2,89 আমি কি আবেদন করতে পারবো একটু চেষ্টা করে দেখতে পারেন এতিম আমি বাবা মা নেই,