আসসালামু আলাইকুম একটা সময় ছিল, যখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা একটা বড় ধরনের যুদ্ধ ছিল সাধারণ পাবলিকের কাছে।
#how to renew driving license#how to renew driving license
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দৌড়াদৌড়ি করতে হতো নিকটস্থ বিআরটিএ অফিসে।
সেই সাথে পড়তে হতো দালালের খপ্পরে। অনেকে আছেন যারা দালালকে অনেকগুলো টাকা দিয়েও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারেননি।
বর্তমানে বাংলাদেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে বাংলাদেশের সরকারি অনেক কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে।
বাংলাদেশ সরকার এখন বি আর টি এরর প্রায় সবগুলো কার্যক্রমই অনলাইনে করে দিয়েছে ।
আপনি এখন ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করতে পারবেন।
ব্যাংকে না গিয়ে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দিতে পারবেন।
সব থেকে মজার বিষয় হলো ড্রাইভিং লাইসেন্স নবায়ন হয়ে যাওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড নেওয়ার জন্য আপনাকে বিআরটিএতে যেতে হবে না।
ডাকযোগের মাধ্যমে বিআরটিএ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা পাঠিয়ে দিবে আপনার কাছে আপনি ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন।
তো চলুন আমরা জেনে নেই কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইনের মাধ্যমে নবায়ন করবেন।
এর জন্য শুরুতে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন।
এবার এইখান থেকে যদি আপনার একাউন্ট নিবন্ধন করা না থাকে তাহলে নিবন্ধন করে নিবেন ।
কিভাবে নিবন্ধন করতে হয় সেটা একটু পরেই জানতে পারবেন ।
আমার যেহেতু নিবন্ধন করা আছে তাই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম
and আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমারঅ্যাকাউন্ট লগিন হয়ে গেছে।
এবার এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন (অপেশাদার) এই অপশনটিতে ক্লিক করবেন।
অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনি অপেশাদার লাইসেন্স নবায়ন করতে পারবেন।
আপনারা এই জায়গাতে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দিবেন এবং ডান পাশ থেকে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন।
অনুসন্ধানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য চলে আসছে আপনার ড্রাইভিং লাইসেন্স এর ছবি চলে আসছে।
এই ফর্ম থেকে রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা, পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং ড্রাইভিং লাইসেন্স প্রথম ইস্যুর তারিখ এখানে উল্লেখ করে দিবেন।
এবার আপনি বি সেকশনে চলে আসবেন । এখানে আপনাকে ফাইল সংযুক্ত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আপনার দুইটা ডকুমেন্ট প্রয়োজন পড়বে।
- আপনার জাতীয় পরিচয় পত্র ।
- আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটার স্ক্যান কপি।
এই দুইটা ডকুমেন্ট স্ক্যান করে আপনি সেকশন বি তে অ্যাটাচ করে দিবেন ।
যেহেতু আপনি স্মার্ট কার্ডটি নবায়নের পর ডাকযোগের মাধ্যমে রিসিভ করবেন তাই নিচে থেকে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা এই জায়গাতে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন।
আপনি চাইলে OTHERS অপশন নির্বাচন করে অন্য কোন ঠিকানাও এখানে দিতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে সংরক্ষণ করুন লেখাতে ক্লিক করবেন।
এবার নিচে দেখতে পারবেন নবায়নের জন্য কত টাকা fee পেমেন্ট করতে হবে। [এই ছবিটি ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি] আপনি ফি জমা দিন এই লেখা তে ক্লিক করবেন।
এবার পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করে দিন ।
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে আপনাকে পেমেন্ট করতে হবে ৪২১২ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আপনাকে পেমেন্ট করতে হবে ২,৪৮৭ টাকা।
এই নিয়মেই আপনি অনলাইনের মাধ্যমে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স টি নবায়ন করতে পারবেন ।
কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন এ বিষয়ে একটা আর্টিকেল খুব শীঘ্রই আমাদের এই ওয়েবসাইটটি তে প্রকাশ করা হবে তাই নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ রইলো ।
#DrivingLicense #DL #DLrenew#how to renew driving license#how to renew driving license