আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা জিমেইল একাউন্টের পাসওয়ার্ডভুলে গেছি।
ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড দেখার নিয়ম জেনে নিন।
চিন্তার কোন কারণ নেই আজকের এই পোষ্টে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব।
মাত্র এক মিনিটের ভিতর আপনারভুলে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন, আগের পাসওয়ার্ড ছাড়াই আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। #ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড দেখার নিয়ম।
আপনি যদি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ডভুলে যান এবং সেই জিমেইল একাউন্টের যদি আপনার ফোন কিংবা অন্য কোন ফোনে লগইন করা থাকে তাহলে শুধুমাত্র এই টেকনিক এপ্লাই করতে পারবেন।
আপনি চাইলে আপনার লগ ইন থাকা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড মুহূর্তেই পরিবর্তন করে ফেলতে পারবেন আগের পাসওয়ার্ড জানা ছাড়াই।
সাপোজ আপনার ফোনে একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, যে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড আপনি জানেননা।
#ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড দেখার নিয়ম।
এখন এই জিমেইল একাউন্ট যদি কোনভাবে লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সেটাকে লগইন করতে পারবেননা।
তাই আপনার ফোনে থাকা যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছেসেটা পাসওয়ার্ড যদি ভুলে যান এই টেকনিক এপ্লাই করে এখনই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন এবং নতুন পাসওয়ার্ড সেট করে পাসওয়ার্ডটি কে ভালো একটা জায়গায় সংরক্ষণ করুন।
তো শুরুতেই আপনার আপনার ফোনের জি-মেইল এপ্লিকেশন ওপেন করবেন।
যে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইল একাউন্ট এর ভিতর আপনি লগইন করবেন।
জিমেইল অ্যাপ এর মাধ্যমে লগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ।
প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেইল এড্রেস বা যতগুলো জিমেইল একাউন্টে এড করা রয়েছে সেগুলো এখানে চলে আসছে।
আপনি যে একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইল অ্যাকাউন্ট এ ক্লিক করে উপরে নিয়ে আসবেন। এর পর আপনি এখানে দেখতে পারবেন Manage your google account নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন।
এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে Security অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে আপনি একটু নিচেরদিকে যাবেন।
নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানেরয়েছে PASSWORD আপনি এখান থেকে PASSWORD এ ক্লিক করবেন।
এবার আপনি এখান Forgot Password এ ক্লিক করবেন আপনি যেহেতু আগের পাসওয়ার্ড ভুলে গেছেন। তাই এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করবেন আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে।
এবার আপনি এখান থেকে Continue – তে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চলে আসছে। আপনি আপনার ফোনের স্ক্রিন লক আনলক করবেন।
এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে।
এবার এখানে আপনি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে Change password এ ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
এইমুহূর্তে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন এই পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আপনার জি-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন।
সুতরাং আপনার ভুলে যাওয়া জিমেইল একাউন্টের পাসওয়ার্ড টি কিভাবে পরিবর্তন করবেন তা নিশ্চই আপনি ইতিমদ্ধে বুঝে গেছেন। আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
ফেসবুক পেজ নট রিকমেন্ড হলেই এই লেখা লিখে সাবমিট করবেনঃ
My page is not recommended due to previous violations. I made a mistake so I apologize, I respect all fakebook rules I promise i will never brake facebook rules again . Please recommend my page.
My Facebook page link: