আপনি জানলে অবাক হবেন যে, শুধুমাত্র একটি QR কোড শেয়ার করে আপনি আপনার বন্ধু-বান্ধবের লোকেশন আপনার মোবাইল থেকেই দেখে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের পরিবার অথবা বন্ধুরা আমাদের কাছে মিথ্যা কথা বলে সে কোন জায়গায় আছে সঠিক ইনফরমেশন দিতে চায় না। আপনি চাইলে আপনার সেই বন্ধু অথবা পরিবারের সদস্যকে একটি QR কোড সেন্ড করে সেটাকে জাস্ট স্ক্যান করতে বলবেন তাহলেই তার লোকেশন চলে আসবে আপনার জিমেইলে। কিভাবে লোকেশন দেখবেন আজকের এই আর্টিকেল স্টেপ বাই স্টেপ বুঝানোর চেষ্টা করব। #লোকেশন দেখুন
#QR কোড দিয়ে অন্যের লোকেশন দেখুন আপনার মোবাইলে!
লোকেশন দেখুন, স্টেপ-01
শুরুতেই আপনারা একটি QR কোড বানাবেন এর জন্য এই লিংকে ক্লিক করে একটি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটির নাম কেনারি টোকেন্স
এবার এইখান থেকে Select your token এ ক্লিক করবেন
এখান থেকে QR Code লেখা নির্বাচন করবেন।
ই-মেইল এড্রেস এবং welcome মেসেজ লিখে Create my Canarytoken লেখা তে ক্লিক করবেন।
এবার এই QR কোডটি ডাউনলোড করে আপনার বন্ধু কে পাঠান এবং তাকে বলুন স্কেন করলে পুরুস্কার পাবি।
আপনার বন্ধু স্কেন করলেই আপনার কাছে ইমেইল চলে আসবে। এবার মেইল থেকে তার লোকেশন দেখে নিতে পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখুন।